Breaking





Thursday, April 22, 2021

Bengali GK Notes Part-28

Bengali GK Notes Part-28 || জিকে নোটস 

Bengali GK Notes Part-28 || জিকে নোটস
GK Notes Part-28
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-28 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-28

কোন দেশকে ‘প্রভাত শান্তির দেশ’ বলা হয় - কোরিয়া

বাসন্তী দেবী ও সুনীতি দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – অসহযোগ আন্দোলন

ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় - প্রস্তাবনা অংশটিকে

শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন - অগাস্ত ব্লাংকি (১৮৩৮)

সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল - কৃষিকাৰ্য

ওলিয়ামের রাসায়নিক নাম কী - পাইরো সালফিউরিক অ্যাসিড

বিদ্যাসাগর সারা বাংলায় কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন - ৩৫টি

ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা - অরুনাচলপ্রদেশ

ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে - ইন্দিরা গান্ধী

সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কী - কুইপার বেল্ট

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box