Bengali GK Notes Part-35 || জিকে নোটস
![]() |
GK Notes Part-35 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-35 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-35
❍ ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় - হোমি জাহাঙ্গীর ভাবা
❍ কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন - পুলিনবিহারী দাস
❍ প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি – সিলিয়া
❍ হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন - যশবন্ত সিং পারমার
❍ শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে - দয়ানন্দ সরস্বতী
❍ আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয় - ধ্যানচাঁদ
❍ “অন্ধ্র কেশরী” – নামে কে পরিচিত ছিলেন - টাঙ্গুতুরি প্রকাশম
❍ ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী - মিথাইল আইসোসায়ানেট
❍ ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল – পোখরান
❍ কোন দেশে সাড নামক জলাভূমি দেখা যায় - দক্ষিণ সুদান
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box