Bengali GK Notes Part-36 || জিকে নোটস
![]() |
GK Notes Part-36 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-36 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-36
❍ ভারতকে নৃতত্বর জাদুকর কে বলেছন - ভিনসেন্ট স্মিথ
❍ “বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল” -কথাটি কে বলেছিলেন - গোপালকৃষ্ণ গোখলে
❍ ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা ছিল - ১৪ টি
❍ লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে - দ্বিতীয় ভাস্কর
❍ গৌড়ীয় সমাজের প্রথম সভাপতি কে ছিলেন - রাধাকান্ত দেব
❍ ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয় - জেমস অগাস্টাস হিকি
❍ জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে “কসাইখানার গণহত্যার” সমতুল্য বলে নিন্দা করেছিলেন কে - সি.এফ.এন্ডুজ
❍ বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত - ক্ষয়জাত পর্বত
❍ E-mail এর নির্মাতা কে - Ray Tomlinson
❍ “কালু” -কার ডাক নাম ছিল - সূর্য সেন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box