Breaking





Sunday, April 04, 2021

GK Notes Part-10 in Bengali

GK Notes Part-10 || জিকে নোটস 

GK Notes Part-10 || জিকে নোটস
GK Notes Part-10
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-10 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-10

আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় বসেছিল - প্যারিসে

‘World Bank’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত - ওয়াশিংটন

বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ প্রথম ভারতীয় কে ছিলেন - উইলসন জোনস

ধোঁয়া এবং কিসের মিশ্রণে ধোঁয়াশা হয় - নাইট্রোজেন অক্সাইড

গ্রিক পন্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি - ইলিয়াড ও ওডিসি

পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত - ১৭৫ সেন্টিমিটার

তানসেন কে ছিলেন - আকবরের রাজ্যসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ

উদ্ভিদের কান্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে – আর্ক
    ইন্ডিকেটর

খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত - দাবা

পৃথিবীর সবথেকে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি - ইংল্যান্ডের শেফিল্ড

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box