GK Notes Part-20 || জিকে নোটস
![]() |
GK Notes Part-20 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-20 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-20
☑ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম কি ছিল - মণিকর্ণিকা তামবে
☑ সক্রেটিস যে বিষ পান করে মারা যান সেই বিষটি কি নামে পরিচিত - হেমলক
☑ কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় - পিটুইটারি
☑ কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান - জি. শঙ্কর কুরুপ
☑ রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দী পাখি” কে বলেছিলেন - সরোজিনী নাইডু
☑ ভারতের ইতিহাসে কোন আইন ‘কালা আইন’ নাম পরিচিত ছিল – রাওলাট আইন
☑ কোন দেশ রেনবো নেশন নামে পরিচিত - দক্ষিণ আফ্রিকা
☑ লোহিত রক্তকণিকার জন্ম কোথায় - অস্থিমজ্জায়
☑ “অভিনব ভারত” কে গঠন করেন - বিনায়ক দামোদর সাভারকর
☑ ৬৩ দিন অনশন করে কোন স্বাধীনতা সংগ্রামী মারা যান - যতীন্দ্র নাথ দাস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box