Breaking





Saturday, May 01, 2021

Bengali GK Notes Part-37

Bengali GK Notes Part-37 || জিকে নোটস 

Bengali GK Notes Part-37 || জিকে নোটস
GK Notes Part-37
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-37 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-37

তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে - ক্যালরিমিটার

কোন বাঙালি গ্রন্থকার “অনিলা দেবী” ছদ্মনাম ব্যবহার করতেন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আফিং গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায় - মরফিন

মাস্টারদা সূর্য সেন কবে জন্মগ্রহণ করেছিলেন - ২২ মার্চ ১৮৯৪

রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন - গণিত

প্রথম অস্কার প্রাপক ভারতীয় সুরকারের নাম কি - এ আর রহমান

লাহো কোন রাজ্যের নৃত্য - মেঘালয়

কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে সেই ঘটনাকে কি বলে - ঊর্ধ্বপাতন

ভাস্কো দ্য গামা কোন দেশের নাবিক ছিলেন - পর্তুগাল

বিশ্বের দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি - আন্দিজ

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box