Breaking





Sunday, May 02, 2021

Bengali GK Notes Part-38

Bengali GK Notes Part-38 || জিকে নোটস 

Bengali GK Notes Part-38 || জিকে নোটস
GK Notes Part-38
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-38 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-38

“ভারত আবার বিশ্ব জয় করবে” উক্তিটি কার - স্বামী বিবেকানন্দ

ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত - দিলীপ কুমার

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচন করেন - রাজ্যপাল

জীবনের জলসাঘরে আত্মজীবনীটি কার লেখা - মান্না দে

কোন দেশ উড়ন্ত মাছের দেশ নাম পরিচিত - বার্বাডোজ

কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল “সরদার” নামে ভূষিত হন - বরদৌলি আন্দোলন

নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কোনটি - জিব্বেরেলিন

মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে - কালো

আমাজন অববাহিকায় নিরক্ষীয় অরণ্য কি নামে পরিচিত - সেলভা

কোন ভ্যাকসিন মুখ দিয়ে নেওয়া যায় - পোলিও

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box