Bengali GK Notes Part-47 || জিকে নোটস
![]() |
GK Notes Part-47 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-47 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-47
❍ লেখার চক কি দিয়ে তৈরি হয় - ক্যালসিয়াম সালফেট
❍ ক্ষুদিরামের ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স কত ছিল - ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন
❍ বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে - আনন্দমঠ উপন্যাস
❍ “জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা” -কে বলেছেন - মিচেল
❍ মাংসল পদ কোন প্রাণীর গমন অঙ্গ - ঝিনুক
❍ শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে - উইলিয়াম কেরী
❍ “আমরা শিক্ষাকে বহন করিয়া চলিলাম বাহন করিতে পারিলাম না” -উক্তিটি কার - রবীন্দ্রনাথ ঠাকুর
❍ পচা ডিমের গন্ধ কোন গ্যাসের - হাইড্রোজেন সালফাইড
❍ ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন - মহাত্মা গান্ধী
❍ ডিরোজিওর অনুগামীরা কি নামে পরিচিত - নব্যবঙ্গ দল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box