Bengali GK Notes Part-48 || জিকে নোটস
![]() |
GK Notes Part-48 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-48 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-48
❍ ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন - দাদাসাহেব ফালকে
❍ আধুনিক তুরস্কের জনক নামে কে অভিহিত হন - মুস্তাফা কামাল আর্তাতুর্ক
❍ গান্ধিজী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন - সবরমতী আশ্রম
❍ ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন - শ্যামজী কৃষ্ণবর্মা
❍ ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা কে - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
❍ সবচেয়ে হালকা ধাতু কোনটি - লিথিয়াম
❍ কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয় - ক্রিকেট
❍ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
❍ দার্শনিকের উল কাকে বলে - জিংক অক্সাইড
❍ ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি - বেথুন কলেজ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box