Breaking





Monday, May 17, 2021

Bengali GK Notes Part-52

Bengali GK Notes Part-52 || জিকে নোটস 

Bengali GK Notes Part-52 || জিকে নোটস
GK Notes Part-52
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-52 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-52

সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে - রাষ্ট্রপতি

লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে - লাইসোজাইম

কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় - ইনসুলিন

কোন মোঘল সম্রাট “আলমগীর” নামে পরিচিত - আওরঙ্গজেব
ইউরেনিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কটি - ৯২

প্রতিটি ক্রোমোজোমে ক্রোমটিডের সংখ্যা কত - দুটি

পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় - রজন

কৃত্তিম সিল্ককে কি বলা হয় - রেয়ন

সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি - বুধ

বৃহত্তম এককোষী শৈবালের নাম কি - অ্যাসিটেবুলেরিয়া

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box