Bengali GK Notes Part-53 || জিকে নোটস
![]() |
GK Notes Part-53 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-53 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-53
❍ বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে - ৪৪৮ টি
❍ দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে - নীল চাষী
❍ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি - রাজস্থান
❍ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত - খাদাখোয়াসলা
❍ রবীন্দ্রনাথ ঠাকুর কেন ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন - জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
❍ Economic Nightmare of India বইটির লেখক কে - চরণ সিং
❍ কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় - সঞ্জীবনী পত্রিকায়
❍ স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয় - ২৬ জানুয়ারি ১৯৫০
❍ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন - মালিক কাফুর
❍ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন - দেবেন্দ্রনাথ ঠাকুর
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box