Bengali GK Notes Part-56 || জিকে নোটস
![]() |
GK Notes Part-56 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-56 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-56
❍ বিখ্যাত বই Its Always Possible কার লেখা - কিরণ বেদী
❍ ভারতের কালো টাকার হিসাব সর্বপ্রথম কোন কমিটি করেছিল - ওয়াঞ্চ কমিটি
❍ মাদার টেরিজা কোন বিষয়ের উপর ভিত্তি করে নোবেল পুরস্কার লাভ করেন - শান্তি
❍ কোথায় ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প প্রতিষ্ঠা হয় - ট্রম্বেতে
❍ কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক - মেছোবিড়াল
❍ কোন শিখগুরু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন - তেগবাহাদুর
❍ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশ নায়ক আখ্যা দেন - নেতাজী সুভাষচন্দ্র বসু
❍ ১৯৩৬ সালে Independent Labour Party কে প্রতিষ্ঠা করেন - ভীমরাও রামজি আম্বেদকর
❍ এলাহাবাদ প্রশস্তি তে কোন কোন রাজার কীর্তি বর্ণনা আছে - সমুদ্রগুপ্ত
❍ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এর সদর দপ্তর কোথায় অবস্থিত - রোম
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box