Bengali GK Notes Part-57 || জিকে নোটস
![]() |
GK Notes Part-57 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-57 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-57
❍ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত - জেনেভা
❍ কী পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয় - বিভব প্রভেদ
❍ ১৯২১ এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিলো - কেরল
❍ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে - ৬১তম
❍ মগধের কোন শাসক “সেনিয়া” নামে পরিচিত ছিলেন - বিম্বিসার
❍ “Saint of The Gutter” নামে কে পরিচিত - মাদার টেরিজা
❍ জেরপথ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় - ভিটামিন A
❍ আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় - গ্যালিয়াম
❍ ভারতে নৌবাহিনী দিবস কবে পালিত হয় - ৪ঠা ডিসেম্বর
❍ কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত - নাইট্রাস অক্সাইড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box