Bengali GK Notes Part-58 || জিকে নোটস
![]() |
GK Notes Part-58 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-58 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-58
❍ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জেলা রয়েছে - উত্তরপ্রদেশ
❍ কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয় - শ্রীনিবাস রামানুজম
❍ ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত - ঝারখণ্ড
❍ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোন গোষ্ঠির অংশ - বিশ্ব ব্যাংক
❍ অজন্তা ও ইলোরার স্থাপত্য গুলি কোন ধর্মের নিদর্শন - বৌদ্ধ ধর্ম
❍ কোন সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (National Rural Health Mission NRHM) ভারতে চালু হয়েছিল - ১২ এপ্রিল ২০০৫
❍ গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল - দিল্লি
❍ কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম "প্লেয়িং ইট মাই ওয়ে" - শচীন তেন্ডুলকার
❍ সিসটোসোমিয়াসিস রোগ ছড়ায় কোন প্রাণী - শামুক
❍ ট্যাক্সোনমির পিতা হিসেবে কাকে বিবেচ্য করা হয় - কার্ল লিনিয়াস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box