Breaking





Monday, May 24, 2021

Bengali GK Notes Part-59

Bengali GK Notes Part-59 || জিকে নোটস 

Bengali GK Notes Part-59 || জিকে নোটস
GK Notes Part-59
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-59 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-59

জীবনের ঝারপাতা কার আত্মজীবনী - সরলাদেবী চৌধুরানী

“করব অথবা মরব” (Do or Die) স্লোগানটি কোন আন্দোলনের সাথে জড়িত - ভারত ছাড়ো আন্দোলন

ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন - উদয় কুমার ধর্মলিঙ্গম

ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয়ের নাম কী - দাদাভাই নওরোজি
প্রথম শিক্ষা সম্পর্কিত উপগ্রহ কোনটি - এডুসেট (২০০৪)

সূর্যের চারদিকে উজ্জ্বল আভাযুক্ত এলাকাটিকে কি বলে - করোনা

কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী ছিলেন - সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং

এশিয়ার মধ্যে প্রথম কোন দেশ মঙ্গল গ্রহের কক্ষপথে ল্যান্ড করে - ভারত

ভরবেগের পরিবর্তনের হার নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় - নিউটনের দ্বিতীয় সূত্র থেকে

সূর্য যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে তাকে কি বলে - অপসূর

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box