Bengali GK Notes Part-60 || জিকে নোটস
![]() |
GK Notes Part-60 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-60 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-60
❍ পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত - নদীয়া
❍ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় - কান্দুকুরি বীরসালিঙ্গম পানতুলু
❍ কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫১ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন - ইছামতী
❍ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কে শোষণ করে - ওজন স্তর
❍ জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন প্রথম চালু হয় কত সালে - ১৯৭৪ সালে
❍ হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায় - ক্যারিবিয়ান সাগরে
❍ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে - ১৭নং ধারায়
❍ কোন সরীসৃপের হৃদপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট - কুমির
❍ নিউইয়র্কের সৈন্যবাহিনীদের কী বলা হয় - ইয়ানকি
❍ খেলাধুলা প্রশিক্ষণের ক্ষেত্রে কোন পুরস্কার প্রদান করা হয় - দ্রোণাচার্য পুরস্কার
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box