Breaking





Wednesday, May 26, 2021

Bengali GK Notes Part-61

Bengali GK Notes Part-61 || জিকে নোটস 

Bengali GK Notes Part-61 || জিকে নোটস
GK Notes Part-61
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-61 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-61

গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন - সারনাথ

কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন - গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত

ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি - সি ডি দেশমুখ

কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন - মনুস্মৃতি

কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলা হয় - কানাডা
কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় - পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ

বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে - ৯ জন

কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় - সালফিউরিক অ্যাসিড

২০১১ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট এ ম্যান অফ দ্যা সিরিজ কে হয়েছিলেন - যুবরাজ সিং

পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন - ধোয়ী

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box