Bengali GK Notes Part-62 || জিকে নোটস
![]() |
GK Notes Part-62 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-62 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-62
❍ “ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি” - তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে - হিমবাহের সঞ্চয় কার্যের ফলে
❍ সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয় - শ্বেতসার বা স্টার্চ
❍ Inland Waterways Authority of India কবে গঠিত হয় - ২৭শে অক্টোবর ১৯৮৬
❍ নৃতাত্ত্বিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগোলের কোন মতবাদের সঙ্গে যুক্ত - ভূগোলের গঠণবাদ
❍ দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন - ফিরোজ শাহ তুঘলক
❍ যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে - হিমরেখা
❍ ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে - 44 নং ধারায়
❍ কে প্রথম “ভারতের গভর্নর জেনারেল” উপাধি প্রাপ্ত হন - ওয়ারেন হেস্টিংস
❍ কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল - অর্থ কমিশন
❍ বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম হল - হিমাচল প্রদেশ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box