Bengali GK Notes Part-63 || জিকে নোটস
![]() |
GK Notes Part-63 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-63 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-63
❍ গান্ধী শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় - ১৯৯৫ সাল থেকে
❍ বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ - পিরামিড চূড়ার উদাহরণ
❍ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন - বি.ডি.সাভারকার
❍ কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত - সিয়াচেন হিমবাহ
❍ আইরিশ শব্দ “গাইজার”এর অর্থ কি - গর্জন করা
❍ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন - জর্জ ইয়ূল
❍ অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি - বক্সাইট
❍ ভারতে National Horticulture Mission চালু হয় কবে - ২০০৫-০৬ সালে
❍ NaHCO3 কি নামে পরিচিত - সোডিয়াম বাই কার্বনেট
❍ অলবেরুনীর “কিতাব-উল-হিন্দ” বা “তহকিক-ই-হিন্দ” কোন ভাষায় লেখা - আরবি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box