Breaking





Monday, May 31, 2021

Bengali GK Notes Part-66

Bengali GK Notes Part-66 || জিকে নোটস 

Bengali GK Notes Part-66 || জিকে নোটস
GK Notes Part-66
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-66 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-66

বিশ্ব হাঁপানি দিবস কবে পালন করা হয় - প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার

কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান - মালায়লাম লেখক জি. শঙ্কর কুরুপ (১৯৬৫)

১৯৪১ সালে, নেতাজি গৃহবন্দী অবস্থা থেকে পেশোয়ার পালানোর সময় যে গাড়িটি ব্যবহার করেন সেটির নম্বর কি ছিল - BLA ৭১৬৯

অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন - বিনায়ক দামোদর সাভারকার

ঝাঁসির রানী লক্ষ্মী বাঈয়ের ডাকনাম কি ছিল - মনু

“বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল” কথাটি কে বলেছিলেন - গোপালকৃষ্ণ গোখলে

জহরলাল নেহেরুকে শপথবাক্য পাঠ করান কে - লর্ড মাউন্ট ব্যাটেন

সক্রেটিস যে বিষ পান করে মারা যান সেই বিষটি কি নামে পরিচিত - হেমলক বিষ

“New Dimensions of India’s Foreign Policy ” – বইটি কার লেখা - অটল বিহারি বাজপেয়ী

উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় - জাইলেম কলার মাধ্যমে

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box