Breaking





Tuesday, June 29, 2021

Bengali GK Notes Paper Part-92

Bengali GK Notes Paper Part-92 || জিকে নোটস 

Bengali GK Notes Paper Part-92 || জিকে নোটস
GK Notes Part-92
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Paper Part-92 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Notes Part-92

দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে - দোয়াব অঞ্চল

কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেন - রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯২)

বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায় - হাইড্রোজেন সালফাইড

ভারতের কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে - দুই কক্ষ বিশিষ্ট

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি - ব্যারেন দ্বীপ

রকেট ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে - কে. শিভান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের প্রথম সম্পাদক কে ছিলেন - নির্মল কুমার সিদ্ধান্ত

কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহনে সক্ষম - গ্রাফাইট

ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় - কাইনিন

আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন - ১৯ মাস

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box