জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | Bengali GK Notes Part-91 | জিকে নোটস
![]() |
GK Notes Part-91 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-91 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-91
❍ কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে - অনুচ্ছেদ ৩৬০
❍ একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে বসে ছিলেন তার নাম কি - সুলতানা রাজিয়া
❍ ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন - ইন্দিরা গান্ধী
❍ The Insider - গ্রন্থটির লেখক কে - পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও
❍ অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন - কে সি নিয়োগী
❍ ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল - লাহোর অধিবেশনে
❍ ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত - দেরাদুন
❍ ভারতের একমাত্র কোন ভাইসরয় কে খুন করা হয়েছিল - লর্ড মায়ো
❍ মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা - হাইড্রোজেন
❍ থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে - ম্যাডাম ব্লাভাটস্কি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box