Bengali GK Notes Part-67 || জিকে নোটস
![]() |
GK Notes Part-67 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-67 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-67
❍ রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দী পাখি” কে বলেছিলেন - সরোজিনী নাইডু
❍ ১৯৪৬ সালে ভারতের নৌবিদ্রোহ প্রথম যে জাহাজে হয়েছিল তার নাম কি ছিল -তলোয়ার
❍ আলেক্সজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে - ঝিলাম নদী
❍ বাস্কেটবল খেলা কে উদ্ভাবন করেছিলেন - ড. জেমস নাইজস্মিথ
❍ ভারতের কোন প্রধানমন্ত্রীকে তার দুই দেহরক্ষী হত্যা করেন - ইন্দিরা গান্ধী (হত্যাকারীরা ছিলেন - সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ)
❍ ভারতের জীবনরেখা কাকে বলা হয় - ভারতীয় রেলপথকে
❍ একটি অনু গঠনে ব্যবহৃত পরমাণুর সংখ্যাকে কী বলা হয় - পারমানবিকতা
❍ ভারতের কোন স্টেডিয়ামের বসবার আসন সর্বাধিক - যুব ভারতী (সল্টলেক স্টেডিয়াম)
❍ পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয় – ন্যানোমিটারে
❍ ২০১৩ সালে কোন বিদেশির মৃত্যুতে ভারতে ৫ দিন ধরে জাতীয় শোক পালন করা হয় এবং জাতীয় পতাকা দিল্লিতে অর্ধনির্মিত রাখা হয় - নেলসন ম্যান্ডেলা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box