Breaking





Wednesday, June 02, 2021

Bengali GK Notes Part-68

Bengali GK Notes Part-68 || জিকে নোটস 

Bengali GK Notes Part-68 || জিকে নোটস
GK Notes Part-68
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-68 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-68

কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত - হিমাচল প্রদেশ

ছত্রাক এবং শৈবালের মধ্যে সমন্বয় ঘটিয়ে থাকে যে উদ্ভিদ তার নাম কি - লাইকেন

তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে - ভিস্কোমিটার

বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী কে ছিলেন - প্রফুল্ল চাকী

সমুদ্রের বধূ নামে পরিচিত কোন দেশ - গ্রেট ব্রিটেন

মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে - ভিটামিন (A,D,E,K,B6 ও B12)

মহাদেবী বর্মা কোন ভাষায় লিখতেন - হিন্দি

কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় - অনুচ্ছেদ ৩৬৮

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি সেন্টার কোথায় অবস্থিত - কলকাতা

লোকহিতবাদী কার ছদ্মনাম - গোপাল হরি দেশমুখ

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box