Bengali GK Notes Part-69 || জিকে নোটস
![]() |
GK Notes Part-69 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-69 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-69
❍ ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি - সুরেখা যাদব
❍ ২১শে মে, কার মৃত্যুদিনে ভারতে “Anti Terrorism Day” পালন করা হয় - রাজীব গান্ধী
❍ পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা ক্রেম পুরী কোথায় অবস্থিত - মেঘালয়
❍ ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় - কোণারকের সূর্য মন্দির
❍ বৈদিক যুগে খাদি বলতে কি বোঝানো হত - আংটি
❍ পুনা সেবা সদন প্রতিষ্ঠা করেন কে - রামবাঈ রানাডে ও জি.কে.দেবধর
❍ “শতরঞ্জ কে খিলাড়ি” সত্যজিৎ রায়ের সিনেমাটি কোন লেখকের গল্পের ভিত্তিতে তৈরি - মুন্সি প্রেমচাঁদ
❍ রবীন্দ্রনাথ ঠাকুরকে “বিশ্বকবি” সম্মানে ভূষিত করেন কে - ব্রহ্মবান্ধব উপাধ্যায়
❍ ভারতের নীল শহর কোন শহর কে বলা হয় - যোধপুর
❍ মহীশূর রাজ্যের নাম পাল্টে কর্ণাটক হয় কোন বছর - ১৯৭৩ সালে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box