Bengali GK Notes Part-72 || জিকে নোটস
![]() |
GK Notes Part-72 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-72 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-72
❍ বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে - ১১ টি
❍ শিবাজী মারাঠা রাজা ছত্রপতি হিসেবে কবে মুকুট ধারণ করেন - ১৬৭৪ খ্রিস্টাব্দে
❍ “সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়” উক্তিটি কার - থমাস জেফারসন
❍ লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন - গণেশ বাসুদেব মাবলণকর
❍ চীনারা “Zhu Zhen Dan” নামে কাকে ডাকতেন - রবীন্দ্রনাথ ঠাকুর
❍ আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে কে উক্তি করেন - অশ্বিনী কুমার দত্ত
❍ কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় - ডাইঅপ্টার
❍ মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল - ফারসি
❍ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই - এই মানবতা ধর্মী বাণীটি কার – চন্ডীদাস
❍ কৌটিল্য কার রাজসভার প্রধানমন্ত্রী ছিল - চন্দ্রগুপ্ত মৌর্য
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box