Breaking





Monday, June 07, 2021

Bengali GK Notes Part-73

Bengali GK Notes Part-73 || জিকে নোটস 

Bengali GK Notes Part-73 || জিকে নোটস
GK Notes Part-73
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-73 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-73

“যুবদিবস” কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয় - স্বামী বিবেকানন্দ

খালসা বাহিনী কে গঠন করেন - গুরু গোবিন্দ সিং (১৬৯৯ সালের ৩০ মার্চ)

ভারতের সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন - বি এন রাও

“বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” -উক্তিটি কার - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরী করেন কে - মানবেন্দ্রনাথ রায়

লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারী করেন - ১৯০৫ সালের ১৬ অক্টোবর

“Nehru is patriot while Jinnah is politician” -এ কথা কে বলেছিলেন - স্যার মহম্মদ ইকবাল

ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কিসের সাহায্যে - DU(ডসবন ইউনিট)

অরবিন্দ ঘোষকে “স্বদেশিকতার ধর্মগুরু” আখ্যা দেন কে - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় - বিদ্যাসাগর

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box