Bengali GK Notes Part-76 || জিকে নোটস
![]() |
GK Notes Part-76 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-76 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-76
❍ ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ছিলেন - নীলম সঞ্জীবা রেড্ডি
❍ মোটর গাড়ির এয়ার ব্যাগে প্রধানত কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় - সোডিয়াম অ্যাজাইড
❍ কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করেন - ধ্রুব
❍ দলীপ সিং রানা কি নামে বেশি পরিচিত - দ্য গ্রেট খালি
❍ ১৯৪৫ সালে ৬ই অগাস্ট হিরোশিমাতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি - লিটল বয় (Little Boy)
❍ ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে - জুলাই (জুলিয়াস সীজার এর নামে)
❍ ক্লোরোফিলে কোন ধাতু থাকে - ম্যাগনেসিয়াম
❍ “চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে” - এটি কার বিখ্যাত উক্তি - মহাত্মা গান্ধী
❍ “INCOSPAR” কে বর্তমানে আমরা কি নাম জানি - ISRO
❍ “Death of a City” বইটি কার লেখা - অমৃতা প্রীতম
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box