Breaking





Sunday, June 13, 2021

Bengali GK Notes Part-77

Bengali GK Notes Part-77 || জিকে নোটস 

Bengali GK Notes Part-77 || জিকে নোটস
GK Notes Part-77
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-77 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-77

ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন - ভগৎ সিং

“পৃথিবীর বিনোদনের জলবায়ু” কাকে বলা হয় - ভূমধ্যসাগরীয় জলবায়ু

১৫৪০ সালে কনৌজের যুদ্ধে শেরশাহ এর কাছে কে পরাজিত হন - হুমায়ুন

বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা - অ্যানথ্রাসাইট

কোন কবি চারণ কবি নামে পরিচিত - মুকুন্দ দাস

চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সাথে যুক্ত - খো খো

রওলাট আইনকে কে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” -বলে কে মন্তব্য করেন - মহাত্মা গান্ধী

মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদকে কি বলা হয় - পরিলেখ

পন্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত - কত্থক

রেসর পিন কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায় - সর্পগন্ধা

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box