Bengali GK Notes Part-78 || জিকে নোটস
![]() |
GK Notes Part-78 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-78 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-78
❍ স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া কবে স্থাপিত হয় - ১ জুলাই, ১৯৫৫
❍ মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন - বেলিন্ডা ক্লার্ক
❍ ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন - শিবাজীকে
❍ মালবিকাগ্নি মিত্রম্ গ্রন্থের রচয়িতা কে - কালিদাস
❍ মঙ্গোল জাতির পিতা বলা হয় কাকে - চেঙ্গিস খাঁ
❍ দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন - নাসিরুদ্দিন খসরু খাঁ
❍ বিউফোর্ট স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয় - বায়ুর গতি
❍ “Swami and Friends” বইটির লেখক কে - আর. কে. নারায়ণ
❍ সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে - গোয়া
❍ শব্দের গতিবেগ সর্বাধিক কোন মাধ্যমে - কঠিন মাধ্যমে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box