Bengali GK Notes Series Part-79 || জিকে নোটস
![]() |
GK Notes Series Part-79 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-79 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-79
❍ জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন - রাজনারায়ণ বসু
❍ রায়তওয়ারী পদ্ধতি ভারতে প্রথম কোথায় প্রয়োগ করা হয়েছিল - মাদ্রাজ প্রেসিডেন্সি
❍ ১৮২১ সালে সম্বাদ কৌমুদী কে প্রকাশ করেন - রাজা রামমোহন রায়
❍ শ্রাবণবেলাগোলা জৈন মন্দিরটি কি দিয়ে নির্মিত - গ্রানাইট দিয়ে
❍ ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন - সুভাষচন্দ্র বসু
❍ জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেওয়া হয - গুরু অর্জুন
❍ ভারতে কয়টি ধ্রুপদী নৃত্য রয়েছে - আটটি
❍ গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল - ৩৮৯ জন
❍ তাহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন - অলবিরুণী
❍ “টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম” কত সালে উদ্বোধন হয়েছিলো - ১৯৭৫ সালে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box