Bengali GK Notes Series Part-80 || জিকে নোটস
![]() |
GK Notes Series Part-80 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-80 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-80
❍ প্রথম বিশ্ব পরিবেশ দিবস কত সালে পালিত হয় - ১৯৭৪ সালে
❍ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় দিল্লীর মোগল বাদশাহ কে ছিলেন - বাহাদুর শাহ জাফর
❍ ভিটামিন B9 অভাবে কি রোগ হয় - মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
❍ ভারতে ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন - হাজী শরীয়তুল্লাহ
❍ সূর্যের চারদিকে উজ্জ্বল আভাযুক্ত এলাকাটিকে কি বলে - করোনা
❍ ইংরেজ শাসিত ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি কে ছিলেন - লর্ড ক্যানিং
❍ দার-উল-হাব বলতে কী বোঝায় - শত্রুর দেশ
❍ কোন এককের দ্বারা মাইক্রোপ্রসেসর এর গতি মাপা হয় - মেগাহার্জ বা গিগাহার্জ
❍ অলবেরুনীর “কিতাব-উল-হিন্দ” বা “তহকিক-ই-হিন্দ” কোন ভাষায় লেখা - আরবি
❍ UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত – নাইরোবি, কেনিয়া
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box