Bengali GK Notes Series Part-88 || জিকে নোটস
![]() |
GK Notes Series Part-88 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Series Part-88 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Series Part-88
❍ ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত - ব্রাসেলস
❍ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন - লালা লাজপৎ রায়
❍ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়েছিল - ১৯৭৫ সালের ১৯ এপ্রিল
❍ মোঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন - গুলবদন বেগম
❍ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয় - বেঙ্গল কেমিক্যাল
❍ “চেনা” কোন স্থানের স্থানান্তরিত কৃষির নাম - শ্রীলঙ্কা
❍ কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয় - শাহজাহান
❍ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন - বদরুদ্দীন তৈয়বজী
❍ গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি - সোডিয়াম সালফেট
❍ সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন - গিয়াসউদ্দিন বলবন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box