Breaking





Friday, June 25, 2021

WBSSC Group D Practice Set in Bengali PDF Download

WBSSC Group D (Staff) Practice Set in Bengali PDF || WBSSC Group D স্টাফ প্র্যাকটিস সেট PDF 

WBSSC Group D (Staff) Practice Set in Bengali PDF || WBSSC Group D স্টাফ প্র্যাকটিস সেট PDF
WBSSC Group D (Staff) Practice Set
নমস্কার বন্ধুরা,
আগত WBSSC Group D (Staff) পরীক্ষার প্রস্তুতির জন্য WBSSC Group D Practice Set PDF টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক সারিবদ্ধভাবে ৪৫টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র উপস্থাপন করা আছে, যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

              সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।

WBSSC Group D Practice Set

জেনারেল নলেজ
01. কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন ?
A. লক্ষণ সেন
B. সুলতান মাহমুদ
C. মহম্মদ বিনতুঘলক
D. বাহাদুর শাহ

02. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
A. সোডিয়াম কার্বনেট
B. সোডিয়াম সালফেট
C. অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
D. পটাশিয়াম কার্বনেট

03. দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন ?
A. সিকান্দর লোদি
B. ফিরোজ শাহ তুঘলক
C. কুতুবউদ্দিন আইবক
D. আলাউদ্দিন খলজি

04. ডালহৌসি শৈলশহর কোথায় অবস্থিত ?
A. অসম
B. হিমাচল প্রদেশ
C. ঝারখণ্ড
D. তামিলনাডু

05. ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু 
করেন ?
A. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B. লালা লাজপত রায়
C. মহাত্মা গান্ধী
D. সর্দার বল্লভভাই প্যাটেল

06. “সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়” - উক্তিটি কার ?
A. সক্রেটিস
B. টেসি থমাস
C. থমাস জেফারসন
D. ভানু অ্যাথাইয়্যা

07. “সার্ভেন্ট অফ দ্য পিপল সোসাইটি” – কে প্রতিষ্ঠা করেন ?
A. গোপাল কৃষ্ণ গোখলে
B. দাদাভাই নৌরজি
C. মদন মোহন মালব্য
D. লালা লাজপত রায়

08. মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় ?
A. পিটুইটারি
B. থাইরয়েড
C. অ্যাড্রিনালিন
D. থাইমাস

09. কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়?
A. লর্ড ডালহৌসির
B. ড. নাথানিয়েল ওয়ালিচ
C. লর্ড বেন্টিঙ্ক-এর
D. লর্ড ক্যানিং-এর

10. উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় ?
A. এলগোফোবিয়া
B. এক্রোফোবিয়া
C. এন্ড্রোফোবিয়া
D. এনথোফোবিয়া

11. “ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া” - কাকে বলা হয় ?
A. বি আর সরস্বতী
B. রাজেন্দ্র সিং
C. সুন্দরলাল বহুগুনা
D. লাল বাহাদুর শাস্ত্রী

12. ইউক্রেনের চেরনোবিল এর পরিবেশ দুর্ঘটনা কত সালে হয়েছিল ?
A. ১১ জুন ১৯৬৬
B. ১৯ সেপেটেম্বর১৯৭৮
C. ২৬ এপ্রিল ১৯৮৬
D. ২৩ নভেম্বর ১৯৮৯

13. মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে নিম্নের কোন ব্যাকটেরিয়া ?
A. ক্লোরিবিয়াম
B. রাইজোবিয়াম
C. সালমোনেল্লা
D. স্ট্যাফিলোকক্কাস

14. গ্লুকোমা মানব দেহের কোন অংশে হয় ?
A. গলা
B. নাক
C. কান
D. চোখ

15. Drain of Wealth বইটির লেখক কে ?
A. মহাত্মা গান্ধী
B. দাদাভাই নওরোজি
C. লাল বাহাদুর শাস্ত্রী
D. জওহরলাল নেহরু

কারেন্ট অ্যাফেয়ার্স

16. সম্প্রতি, কে আসামের প্রথম মহিলা অর্থ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন ?
A. প্রমিলা রানী সিং
B. অজন্তা নিয়োগ
C. রুমি সরদার
D. মন্দিরা দেবনাথ

17. এয়ারলাইন সংস্থা “GoAir” -এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ?
A. GoAirlines
B. GoSky
C. GoFirst
D. GoNew

18. ভারতীয় মহিলা ক্রিকেট টিমের নতুন মুখ্য কোচ পদে কাকে নিযুক্ত করা হয়েছে ?
A. রমেশ পাবার
B. চৈতালি রাজ্
C. রাহুল দ্রাবিড়
D. প্রবিন চৌহান

19. কোন রাজ্যের পুলিশ Covid-19 রোগীদের সহায়তা করার জন্য “Mission Hosla” অভিযান শুরু করেছে ?
A. উত্তর প্রদেশ
B. পশ্চিমবঙ্গ
C. কেরল
D. উত্তরাখন্ড

20. এস. বালাচন্দ্রন -কে কোন দেশে ভারতীয় রাজদূত পদে নিযুক্ত করা হয়েছে ?
A. মালয়েশিয়া
B. বলিভিয়া
C. সুরিনাম
D. ইউক্রেন

21. Bharat Petroleum Corporation Ltd (BPCL) -এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন ?
A. মনোজ তেওয়ারী
B. অরুন কুমার সিং
C. অরুন কুমার সিদ্ধান্ত
D. মুরলীধর বসু

22. ভারতের নতুন কমার্স সেক্রেটারী হিসাবে নিযুক্ত হচ্ছেন কে ?
A. অতীশ দেশাই
B. বি.ভি.আর. সুভ্রমণিয়াম
C. বরুণ কুমার
D. রুদ্রনীল সরকার

23. মহারাষ্ট্র থেকে তৃতীয় পুলিসম্যান হিসাবে এভারেস্ট জয় করলেন কে ?
A. রাজেশ সান্যাল
B. সম্ভাজি গুরব
C. রণজিৎ গিরি
D. প্রকাশ কুমার

24. সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Fiame Naomi Mata’afa?
A. ডেনমার্ক
B. সেনেগাল
C. সামোয়া
D. আর্মেনিয়া

25. সংযুক্ত আরব আমিরাতের (UAE) তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন কোন বলিউড অভিনেতা ?
A. সঞ্জয় দত্ত
B. রণবীর কাপুর
C. আমির খান
D. হৃতিক রোশন

26. আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. আসাম
B. কর্ণাটক
C. মেঘালয়
D. মহারাষ্ট্র 

27. ভারতের কোন ন্যাশনাল পার্কে পুনরায় চিতা বাঘ অন্তর্ভুক্ত করা হবে ?
A. কালারের ন্যাশনাল পার্ক
B. কুনো ন্যাশনাল পার্ক
C. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক
D. কানহা ন্যাশনাল পার্ক

28. প্রথম ভারতীয় ডাক্তার হিসাবে Rudolf Schindler Award জিতলেন কে ?
A. ড. নাগেশ্বর রেড্ডি
B. ড. মোহন প্রতাপ সিং
C. ড. শৈলেশ গিরি
D. ড. এম. রঙ্গস্বামী

29. পাঞ্জাবের মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কোন হকি খেলোয়াড়ের নামে রাখা হলো ?
A. বলবীর সিং সিনিয়র
B. ধ্যান চাঁদ
C. মনপ্রীত সিং
D. এম.কে. রহিত

30. ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে ?
A. এল নারায়ণ স্বামী
B. প্রশান্ত কুমার মিশ্র
C. সঞ্জয় করল
D. গোবিন্দ মথুর

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি পিডিএফে রয়েছে


File Details::
File Name: WBSSC Group D Practice Set 01
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 715 KB


More PDFDownload Link
WBSSC গ্রুপ ডি সিলেবাস Click Here
WBSSC গ্রুপ ডি প্রশ্নপত্র Click Here
WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট Click Here

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box