WBSSC Group C Syllabus in Bengali PDF | WB Group C Exam 2021 | WBSSC গ্রুপ সি সিলেবাস PDF
![]() |
WBSSC Group C Syllabus |
আজকে আপনাদের সঙ্গে আগত WBSSC গ্রুপ সি পদে নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য WBSSC Group C Syllabus in Bengali PDF টি প্রদান করছি। যেটির মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। কিভাবে পরীক্ষা হবে? সবকিছুই এই PDF-এর মধ্যে উপস্থাপন করা আছে। সুতরাং সময় অপচয় না করে WBSSC গ্রুপ সি সিলেবাস পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন।
WBSSC Group C Syllabus
❏ পরীক্ষার নাম - WBSSC Group- C (Clerk) Exam
❏ বোর্ডের নাম - WBSSC
❏ পরীক্ষার ধরণ - MCQ
❏ প্রশ্ন সংখ্যা - ৬০
❏ প্রশ্নের মান - ৬০
❏ পরীক্ষার সময় - ৬০ মিনিট
নির্বাচন প্রক্রিয়া
❏ মোট পরীক্ষা - ১০০ নম্বর
❏ লিখিত পরীক্ষা - ৬০ নম্বর
❏ একাডেমিক স্কোর - ১০ নম্বর
❏ টাইপিং টেস্ট/কম্পিউটারে দক্ষতা - ২৫ নম্বর
❏ পার্সোনালিটি টেস্ট - ৫ নম্বর
লিখিত পরীক্ষার সংখ্যা বিভাগ
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
জেনারেল নলেজ | ১৫ | ১৫ |
কারেন্ট অ্যাফেয়ার্স | ১৫ | ১৫ |
ইংরেজি | ১৫ | ১৫ |
পাটিগণিত | ১৫ | ১৫ |
মোট | ৬০ | ৬০ |
লিখিত পরীক্ষার সিলেবাস
☑ জেনারেল নলেজ : তোমার চারপাশের পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব (পশ্চিমবঙ্গ)
☑ কারেন্ট অ্যাফেয়ার্স : সাম্প্রতিক ইভেন্ট (ভারত এবং অন্যান্য দেশ) বিশেষত - খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক বিজ্ঞান, রাজনীতি, ভারতের সংবিধান এবং বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি।
☑ জেনারেল ইংলিশ : শব্দতালিকা, ব্যাকরণ, বাক্যের গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং এদের সঠিক ব্যবহার।
☑ পাটিগণিত : অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি, ছাড়, সরল সুদ, সরলীকরণ, দশমিক, আবৃত্ত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, ল সা গু ও গ সা গু, অংশীদারিত্ব, গড়, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব প্রভিতি।
সম্পূর্ণ WBSSC Group C সিলেবাসটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: WBSSC Group-C Syllabus
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 1
File size: 175 KB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box