Breaking





Monday, June 21, 2021

Bengali GK Notes Guide Part-84

Bengali GK Notes Guide Part-84 || জিকে নোটস 

Bengali GK Notes Guide Part-84 || জিকে নোটস
GK Notes Guide Part-84
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-84 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Guide Part-84

ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন - ডি. উদয় কুমার

“রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো” - সুলতানি যুগে একথা কে ঘোষণা করেছিলেন - কবীর

যে উৎসেচক পাকস্থলী থেকে ক্ষরিত হয় সেটি হল - পেপসিন

কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন - সুলতান মামুদ

বানিহাল গিরিপথের অপর নাম কী - জওহর সুড়ঙ্গ

“আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি - স্বামী বিবেকানন্দ

মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় - ফিতা কৃমি

জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী - তুজুক-ই-জাহাঙ্গীরী

কত সালে মহম্মদ আলী জিন্নাহ চোদ্দ দফা দাবী পেশ করে - ১৯২৯ সালে

নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - সারামতি

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box