Bengali GK Notes Guide Part-94 || জিকে নোটস
![]() |
GK Notes Part-94 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Guide Part-94 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-94
❍ বাংলায় বর্গী আক্রমণ কোন নবাবের সময়কালে হয়েছিল - আলীবর্দী খাঁ
❍ দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন - আলাউদ্দিন খলজি (১৩১১ সালে)
❍ মানবদেহের কোন অঙ্গে রেনিন উৎসেচক ক্ষরিত হয় - পাকস্থলী
❍ সুলতানি আমলে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করেন কে - আলাউদ্দিন খলজি
❍ অলবিরুনির প্রকৃত নাম কি - আবু রায়হান
❍ ১৯৯৮ সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোন দেশে - মালয়েশিয়া
❍ “কাকাবাবু” - চরিত্রটির স্রষ্টা কে - সুনীল গঙ্গোপাধ্যায়
❍ ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি - সোডিয়াম কার্বনেট
❍ কোন সুলতানি কবিকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় - আমীর খসরু
❍ প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক কোনটি - হরমোন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box