Bengali GK Notes Class Part-93 || জিকে নোটস
![]() |
GK Notes Part-93 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Class Part-93 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-93
❍ আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন - স্যার সৈয়দ আহমেদ খান
❍ গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র” নামে পরিচিত ছিলেন - সমুদ্রগুপ্ত
❍ ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি হয় - লোহিত রক্তকণিকা
❍ ডায়নামাইট তৈরিতে কোন পদার্থটি ব্যবহৃত হয় - নাইট্রোগ্লিসারিন
❍ কলকাতায় জাতীয় গ্রন্থাগার এর জন্ম হয় কবে - ১৮৩৬ খ্রিস্টাব্দে
❍ হাউড্রার গমন অঙ্গের নাম কি - কর্ষিকা
❍ “মাইক্রোব্যাকটেরিয়াম রোজেনবারগি” - কার বিজ্ঞানসম্মত নাম - গলদা চিংড়ি
❍ গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত - মহাপরিনির্বাণ
❍ পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী - ল্যাকটিক অ্যাসিড
❍ কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন - মহম্মদ বিনতুঘলক
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box