Breaking





Wednesday, June 30, 2021

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF Download

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF || Important Age Limits in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF || Important Age Limits in Indian Constitution
সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা
নমস্কার বন্ধুরা,
সংবিধানের গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে আজকে আপনাদের সঙ্গে ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF টি শেয়ার করছি। যেটির মধ্যে বিভিন্ন পদে নিয়োগ ও নির্বাচনের জন্য ব্যক্তির নূন্যতম ও সর্বোচ্চ বয়সের সীমা সম্পর্কিত সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। আগত চাকরির পরীক্ষাগুলির জন্য এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা

পদনূন্যতম বয়স সীমা
ভারতের রাষ্ট্রপতি ৩৫ বছর
ভারতের উপ-রাষ্ট্রপতি ৩৫ বছর
ভারতের মুখ্যমন্ত্রী ২৫ বছর
রাজ্যপাল ৩৫ বছর
লোকসভার স্পিকার ২৫ বছর
লোকসভার ডেপুটি স্পিকার ২৫ বছর
এমএলসি ৩০ বছর
বিধায়ক ২৫ বছর
লোকসভার সদস্য পদ ২৫ বছর
রাজ্যসভার সদস্য পদ ৩০ বছর
বিধানসভার সদস্য পদ ২৫ বছর
বিধান পরিষদের সদস্য পদ ৩০ বছর
ভোটদানের নূন্যতম বয়স ১৮ বছর
পঞ্চায়েতের সদস্যপদ ২১ বছর
পৌরসভার সদস্যপদ ২১ বছর
পদসর্বোচ্চ বয়স সীমা
ভারতের প্রধান বিচারপতি ৬৫ বছর
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকগণ ৬৫ বছর
হাইকোর্টের প্রধান বিচারপতি ৬২ বছর
হাইকোর্টের অন্যান্য বিচারকগণ ৬২ বছর
ভারতের অ্যাটর্নি জেনারেল৬৫ বছর
UPSC-এর চেয়ারম্যান ৬৫ বছর
UPSC-এর সদস্য পদ ৬৫ বছর
চিফ ইলেকশন কমিশনার ৬৫ বছর

বয়স সীমার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে


File Details::
File Name: Age Limits in Indian Constitution
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 256 KB


More PDFDownload Link
ভারতের সংবিধান সংশোধনClick Here
ভারতীয় সংবিধান MCQ প্রশ্নোত্তর Click Here

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box