জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Notes Part-97 | জিকে নোটস
![]() |
GK Notes Part-97 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-97 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-97
❏ সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন - স্যার সৈয়দ আহমেদ খান
❏ নিয়োগের সময় ভারতের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে - সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
❏ মানব দেহের কোন অংশে টিবিয়া (Tibia) নামক হাড়টি থাকে - পায়ে
❏ “ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির” নেতৃত্ব কে দিয়েছিলেন - আডলফ হিটলার
❏ উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় - এক্রোফোবিয়া
❏ পারদ এর বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় - তাপের সুপরিবাহী
❏ ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করে ছিলেন কে - হোমার
❏ স্যাকারিন কি দিয়ে তৈরি হয় - টলুইন
❏ মালিক গফুর কার সেনাপতি ছিলেন - আলাউদ্দিন খিলজি
❏ বেদান্ত গ্রন্থের রচয়িতা কে - রামমোহন রায়
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box