সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-98 | জিকে নোটস
![]() |
GK Notes Part-98 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-98 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-98
🎯 কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন - সুলতান মামুদ
🎯 সুরক্ষিত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ব্যবহৃত MCB এর পুরো কথা কি - মিনিয়েচার সার্কিট ব্রেকার
🎯 অক্সিনের রাসায়নিক নাম কী - ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA)
🎯 আল-হিলাল নামক সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন - মৌলনা আবুল কালাম আজাদ
🎯 তরল পদার্থ পরিশ্রুত হয় কোথায় - গ্লোমেরুলাসে
🎯 “আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি - স্বামী বিবেকানন্দ
🎯 নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - সারামতি
🎯 ভারতের টেলিকম রেগুলেটরি অর্থরিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত - নতুন দিল্লী
🎯 কালাজ্বরের ঔষধ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেন কে - উপেন্দ্রানাথ ব্রহ্মচারী
🎯 কত সালে মহম্মদ আলী জিন্নাহ চোদ্দ দফা দাবী পেশ করে - ১৯২৯ সালে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box