Breaking





Tuesday, July 13, 2021

GK Set in Bengali Part-105

GK Set in Bengali Part-105 for Competitive Exams 

GK Set in Bengali Part-105 for Competitive Exams
GK Set-105
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Set-105 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Set in Bengali Part-105

তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় - মাদুরাই

সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য করা হয় - ৩৬ তম

তৈমুর লং কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেন - ১৩৯৮ খ্রিষ্টাব্দে

গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে - খাদার

পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে - পুরুলিয়া

তিনবিঘা করিডোর কোন রাজ্যে রয়েছে - পশ্চিমবঙ্গ

“নিউ ইন্ডিয়া” নামে এক সপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে - বিপিনচন্দ্র পাল

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত - জেনেভা

ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কাকে - কার্শিয়াং

নাসিক প্রশস্তি (শিলালিপি) কে প্রচার করেছিলেন - গৌতমীপুত্র সাতকর্ণী

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box