সাধারণ জ্ঞান নোটস পর্ব-৯৯ || Sadharan Gyan Notes || জিকে নোটস
![]() |
জিকে নোটস পর্ব-৯৯ |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-99 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সাধারণ জ্ঞান নোটস পর্ব-৯৯
🎓 কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত - গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত
🎓 মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া - রাইজোবিয়াম
🎓 ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় - পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে
🎓 কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন - লর্ড ওয়েলেসলি
🎓 দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতা কে - সুভাষচন্দ্র বসু
🎓 বরাকর কোন নদীর প্রধান শাখা - দামোদর
🎓 Drain of Wealth বইটির লেখক কে - দাদাভাই নওরোজি
🎓 গ্লুকোমা মানব দেহের কোন অংশে হয় - চোখে
🎓 সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রটি - পাইরোমিটার
🎓 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত - মুম্বাই
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box