Bangla General Studies Capsule Part-130 || GK Notes
![]() |
GK Notes |
আজকে আপনাদের সঙ্গে Bangla General Studies Capsule Part-130 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla General Studies Capsule Part-130
⦿ সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে - মুণ্ডক উপনিষদ
⦿ সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয় - হরিয়ানা
⦿ রক্তে ফুসফুস থেকে কি প্রক্রিয়ায় অক্সিজেন মিশ্রিত হয় - ব্যাপন প্রক্রিয়া
⦿ ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় - লাহোর ষড়যন্ত্র মামলা
⦿ জুভেনিস ছদ্মনাম কে ব্যবাহর করতেন - ডিরোজিও
⦿ ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল - লাহোর অধিবেশন
⦿ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত - কাঠমান্ডু
⦿ শোলা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় - পশ্চিমঘাট পর্বত
⦿ রাজ্যের অর্থকমিশন কে গঠন করেন - রাজ্যপাল
⦿ হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত – মহানদী
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box