Bengali GK Class Part-129 || জিকে নোটস
![]() |
GK Class |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Class Part-129 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Class Part-129
⦿ জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন - ট্রিগভি লি
⦿ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত - কলকাতা
⦿ কে প্রস্তাবনা কে “সংবিধানের আত্মা” বলে মনে করতেন - ঠাকুরদাস ভার্গব
⦿ বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন - কৃষ্ণদেব রায়
⦿ নদীর প্রবাহমান জলকে কি বলে - লোটিক জল
⦿ ড: বি আর আম্বেদকর সংবিধানের কত নং ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন - ৩২ নং ধারা
⦿ পান্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
⦿ কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন - অজাতশত্রু
⦿ ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি - পরমবীর চক্র
⦿ ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি – ভারতরত্ন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box