Breaking





Wednesday, August 25, 2021

Bangla GK Series Part-144 || জিকে সিরিজ

Bangla GK Series Part-144 || জিকে সিরিজ 

Bangla GK Series Part-144 || জিকে সিরিজ
GK Series
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-144 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla GK Series Part-144

⦿ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত - জেনেভা

⦿ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির মুখপাত্র ছিল কোন পত্রিকা - হিন্দু পেট্রিয়ট

⦿ ১৮৬৭ সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন - আত্মারাম পান্ডুরঙ্গ

⦿ দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী - গোদাবরী

⦿ “দীন-ই-ইলাহি” এর প্রবর্তক হলেন - সম্রাট আকবর

⦿ ঘনাদা চরিত্রের স্রষ্টা কে - প্রেমেন্দ্র মিত্র

⦿ প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হত - ভ্যাকিউম টিউব

⦿ উমাপতিধর কার সভাকবি ছিলেন - লক্ষণ সেন

⦿ “বঙ্গদর্শন” পত্রিকার সম্পাদক কে ছিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

⦿ বিক্রমশীলা মহাবিহার কার আমলে সৃষ্টি হয় - ধর্মপাল

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box