জিকে প্রশ্নোত্তর | GK Album Part-143
![]() |
GK Album |
আজকে আপনাদের সঙ্গে GK Album Part-143 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Album Part-143
⦿ ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয় কাকে - সত্যেন্দ্রনাথ দত্ত
⦿ Planned Economy of India বইটির লেখক কে - এম বিশ্বেস্বরায়
⦿ বর্তমানে নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান কে - রাজীব কুমার
⦿ কে প্রথম পোর্টফোলিও সিস্টেম শুরু করেন - লর্ড ক্যানিং
⦿ চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত - ভুটান
⦿ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়র নাম কি - মিহির সেন
⦿ ভারতের ‘ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয় কাকে - এ পি জে আবদুল কালাম
⦿ কোন গ্যাসকে মার্ক গ্যাস বলা হয় - মিথেন
⦿ কোনটি বেকিং সোডা নামে পরিচিত - সোডিয়াম বাইকার্বনেট
⦿ “সব লাল হো যায়েগা” -কে বলেছিলেন - রঞ্জিত সিং
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box