Breaking





Sunday, August 15, 2021

Bengali GK Capsule Part-135 || জেনারেল নলেজ

Bengali GK Capsule Part-135 || জেনারেল নলেজ 

Bengali GK Capsule Part-135 || জেনারেল নলেজ
GK Capsule
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Capsule Part-135 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Capsule Part-135

⦿ মারকিউরাস নাইট্রেট কে আবিস্কার করেন - প্রফুল্ল চন্দ্র রায়

⦿ চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি - মেকিং আ লিভিং

⦿ কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইন চালু হয় - লর্ড রিপন

⦿ সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় - সোডিয়াম ক্লোরাইড

⦿ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে - রাজা রামমোহন রায়

⦿ ম্যানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় - চাপ

⦿ কোনো মহানগরের জনসংখ্যা নূন্যতম কত হতে হয় - দশ লক্ষ

⦿ ভজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - সন্তুর

⦿ চেম্বার অফ ডিপুটিজ কোন দেশের সংসদের নাম - গ্রিস

⦿ কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত - তাপ্তি নদী

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box