Bengali GK Notes Part-134 || জেনারেল নলেজ
![]() |
GK Notes |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-134 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Notes Part-134
⦿ জাতীয় আয় পরিমাণ পদ্ধতি কে আবিস্কার করেন - সাইমন কুজনেট
⦿ ইন্টারনেট প্রযুক্তিতে ব্যবহৃত URL এর পুরো কথা কি - Uniform Resource Locator
⦿ শের-ই-বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন - আবুল কাশেম ফজলুল হক
⦿ ভারতে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায় - বিটুমিনাস
⦿ পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত - মধ্যপ্রদেশ
⦿ বিনয় বাদল দীনেশ কত সালে কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন - ১৯৩০ সালের ৮ ডিসেম্বর
⦿ বিক্রমাদিত্য কোন সাহিত্যিকের ছদ্মনাম - অশোক গুপ্ত
⦿ ভারতের কোথায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় - নিউ দিল্লি
⦿ কালিকানন্দ অবধূত কার ছদ্মনাম - দুলালচন্দ্র মুখোপাধ্যায়
⦿ সোনার কেল্লা পটভূমি ভারতের কোন রাজ্য নিয়ে – রাজস্থান
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box