Breaking





Friday, August 13, 2021

সাধারণ জ্ঞান সেট-১৩৩ || Bengali GK Set

সাধারণ জ্ঞান সেট-১৩৩ || Bengali GK Set 

সাধারণ জ্ঞান সেট-১৩৩ || Bengali GK Set
সাধারণ জ্ঞান সেট
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Set Part-133 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Set Part-133

⦿ কোশল মহাজনপদের রাজধানী কোথায় ছিল - শ্রাবন্তী

⦿ জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্রে - প্রথম সূত্রে

⦿ ১৯২৭ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় - তিনটি স্তরে

⦿ রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে শুরু হয় - দেবী সিংহ

⦿ রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন - নরুলউদ্দিন

⦿ তিন আইন কত সালে পাশ হয় - ১৮৭২ সালে

⦿ হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায় - দুটি

⦿ কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে - কলিচুন

⦿ তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন - নারিকেলবাড়িয়ায়

⦿ কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল - মুম্বাই

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box